ন্যাটোভুক্ত দেশের মন্ত্রীকে অপহরণ করতে বললেন রুশ এমপি
সামরিক জোট ন্যাটোর সদস্য দেশের এক প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণ করার কথা বলেছেন রাশিয়ার প্রবীণ সংসদ সদস্য ওলেগা মরোজোভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির সঙ্গে সাক্ষাত করতে ন্যাটোর একটি দেশের একজন প্রতিরক্ষামন্ত্রীর কিয়েভ সফরের কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।
রুশ এমপি মরোজোভ বলেন, ‘ইউক্রেন সফরকালে ওই প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণ করে মস্কোতে এনে জিজ্ঞাসাবাদ করে, পশ্চিমারা কিয়েভকে কী নির্দেশনা দিচ্ছে তা জানতে হবে।’
ভ্লাদিমির পুতিনের দলের নেতা ওলেগা মরোজোভ বলেন, ‘পশ্চিমের সরবরাহ করা অস্ত্র ও সরঞ্জাম রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ কারণে রাশিয়াকে তার সামরিক লক্ষ্য পরিবর্তন করতে হতে পারে।’
মরোজোভ বলেন, ‘আমি একটি মজার ব্যাপার ভেবেছি, আপনারা জানেন, অতিসত্ত্বর ন্যাটোভুক্ত একটি দেশের যুদ্ধমন্ত্রী ট্রেনে করে কিয়েভ সফরে যাবেন (ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির) জেলেনস্কির সঙ্গে কথা বলতে।’
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি রোশি-১-এর ‘৬০ মিনিটস’ টক শোতে গতকাল সোমবার এসব কথা বলেন প্রবীণ সংসদ সদস্য ওলেগা মরোজোভ।