‘পরমাণু বোমা তৈরিতে সক্ষম ইরান’

Looks like you've blocked notifications!
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি। ছবি : সংগৃহীত

প্রযুক্তিগতভাবে ইরান পরমাণু বোমা তৈরিতে সক্ষম বলেও দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার আরবি বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ রোববার এমনটি জানানো হয়েছে।

রোববার কামাল খারাজি আলজাজিরাকে বলেন, ‘কিছু সময়ের মধ্যে আমরা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ হয়েছি এবং আমরা সহজেই ৯০ শতাংশ উৎপাদন করতে পারি৷ প্রযুক্তিগতভাবে পরমাণু বোমা তৈরির উপায় থাকলেও তা বানানোর সিদ্ধান্ত নেয়নি ইরান৷’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চার দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরদিনই এমন দাবি করলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কামাল খারাজি। ইসরায়েল ও সৌদি আরব সফরকালে বাইডেন ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে। অথচ ২০১৫ সালে বিশ্ব ক্ষমতাধর দেশগুলোর সঙ্গের চুক্তি অনুযায়ী সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি রয়েছে ইরানের। ৯০ শতাংশ সমৃদ্ধকরণের সক্ষমতা থাকলেই কেউ পরমাণু অস্ত্র তৈরি করতে পারে।

২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইরানের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেন।