পরিচালক নিশিকান্ত মারা গেছেন

Looks like you've blocked notifications!
বলিউডের বিখ্যাত পরিচালক নিশিকান্ত মারা গেছেন। ছবি : সংগৃহীত

যকৃতের জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের বিখ্যাত পরিচালক নিশিকান্ত কামত। আজ সোমবার ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

‘মুম্বাই মেরি জান’, ‘দৃশ্যম’, ‘মাদারি’সহ বেশ কিছু দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন নিশিকান্ত। যকৃতের রোগ ও দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ নিয়ে গত ৩১ জুলাই হায়দরাবাদের গাচিবলির এআইজি হাসপাতালে ভর্তি হন তিনি। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

২০০৫ সালে মারাঠি চলচ্চিত্র ‘দম্বিবালি ফাস্ট’ দিয়ে পরিচালনায় অভিষেক নিশিকান্তের। ২০০৮ সালে ‘মুম্বাই মেরি জান’ দিয়ে বলিউডে অভিষেক তাঁর, এ ছবিতে অভিনয় করেছিলেন ইরফান খান ও আর মাধবন। টুইটারে অভিনেতা রিতেশ দেশমুখ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিচালক নিশিকান্তের মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরেশ রাওয়াল, তিসকা চোপড়া, অজয় দেবগন, অশোক পণ্ডিত, বিবেক অগ্নিহোত্রী, জেনেলিয়া দেশমুখ, রণদীপ হুদা, রাজা সেন, পায়েল ঘোষসহ বিভিন্ন অঙ্গনের তারকারা।