পশ্চিমবঙ্গে প্রতিমন্ত্রীর ওপর বোমা হামলা

Looks like you've blocked notifications!

ভারতের পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাকির হোসেনসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বুধবার রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে জাকির হোসেনের ওপর এ হামলা চালানো হয়। আহতবস্থায় তাঁকে প্রথমে জঙ্গিপুর ও পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জাকিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলার সভাপতি আবু তাহের ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে কলকাতায় যেতে নিমতিতা স্টেশনে যান রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির। গাড়ি থেকে নেমে স্টেশনে যাওয়ার সময় হঠাৎ তাঁকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আহত হয়ে জাকির লুটিয়ে পড়েন। আহত হয়েছেন আরও কয়েকজন।

জঙ্গিপুর জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলে বোমা স্কোয়াডের দল যাচ্ছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’