পশ্চিমবঙ্গ, আসাম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়াল ভারত

Looks like you've blocked notifications!
বাংলাদেশ সীমান্তের কুচবিহারে মাদক উদ্ধার করেন বিএসএফের সদস্যারা। ফাইল ছবি : সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী আসাম ও পশ্চিমবঙ্গে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ আগে ১৫ কিলোমিটার এলাকা পর্যন্ত আটক, তল্লাশি বা জব্দের সুযোগ পেত। এখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বিএসএফকে ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত ক্ষমতা সম্প্রসারণ করা হয়েছে।

বিএসএফকে একই রকম নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঞ্জাব রাজ্যের জন্যও।

অন্য দিকে, মিয়ানমার সীমান্তবর্তী ভারতের মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডসহ মেঘালয়, ত্রিপুরা ও চীন-পাকিস্তান সীমান্তবর্তী জম্মু কাশ্মীরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের ক্ষমতা অসীম হিসেবে আগের মতোই বিবেচিত হবে।