পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ১ ডলার ২৮৮.৫ রুপি
মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির ব্যাপক দরপতন হয়েছে। একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে রুপির দাম কমেছে এক দশমিক তিন শতাংশ। এতে পাকিস্তানি মুদ্রা রুপির দর ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে। আজ বুধবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
আল-কাদরি ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খানের গ্রেপ্তারের একদিন পরেই পাকিস্তানি রুপির দরপতন দেখা গেল।
আজ দেশটির আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য ছিল ২৮৮ দশমিক পাঁচ রুপি। এতে করে আরও সংকটের মুখে পড়ছে পাকিস্তানের অর্থনীতি বড় সংকটে পড়েছে।
আন্তর্জাতিকভাবে কাজ করা আর্থিক প্রতিষ্ঠান ট্রেডওয়েবের তথ্য মতে, পাকিস্তানের আন্তর্জাতিক বাজারে বন্ডের দাম কমেছে শূন্য দশমিক চার সেন্ট। বন্ডের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।