পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন চেক মডেল টেরেজো

Looks like you've blocked notifications!
চেক প্রজাতন্ত্রের মডেল টেরেজো হুলুসকোভা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কারাগার থেকে চেক প্রজাতন্ত্রের মডেল টেরেজো হুলুসকোভা মুক্তি পাচ্ছেন।পাকিস্তানেরপররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

২০১৮ সালে চেক প্রজাতন্ত্রের এই মডেলকে লাহোর বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে আবু ধাবি যাচ্ছিলেন। তাঁর স্যুটকেসে ৯ কিলোগ্রাম হেরোইন পাওয়া যায়। খবর ফ্রান্স২৪ এবং জিও নিউজের।

২০১৯ সালে পাকিস্তানের আদালত এই মডেলকে আট বছর আট মাসের কারাদণ্ডাদেশ দেন। তবে টেরেজা হুলুসকোভা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কেউ তাঁর স্যুটকেসে হেরোইন ঢুকিয়ে দিয়েছে।

আদালতের রায়ের বিরুদ্ধে ২৫ বছর বয়সী চেক মডেল আপিল করেন। ১ নভেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুলুসকোভার আইনজীবীর বিবৃতির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রায়ের বিস্তারিত প্রকাশ করা হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই হুলুসকোভা দেশে ফিরবেন।

আফগানিস্তান থেকে মধ্য এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় মাদক পাচারের জন্য পাকিস্তান অন্যতম একটি রুট।