পাকিস্তানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Looks like you've blocked notifications!

পাকিস্তানের ইসলামাবাদে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আসন্ন সামরিক কুচকাওয়াজের জন্য অনুশীলনকালে বুধবার এটি বিধ্বস্ত হয়। একে আপাতত দুর্ঘটনাই মনে করছেন দেশটির কর্মকর্তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে বিমানের পাইলট মারা গেছেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ২৩তম মার্চ প্যারেডের অনুশীলনের সময়ে ইসলামাবাদের শাকারপারিয়ানে পিএএফ এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

পাকিস্তান দিবস উপলক্ষে চলতি মাসে বার্ষিক সমারিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনীর অস্ত্র সরঞ্জামে এফ-১৬ খুবই মূল্যবান প্রতিরক্ষা হাতিয়ার হিসেবে বিবেচিত। দেশটির প্রায় ৫০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। এর একেকটির মূল্য চার কোটি ডলার।