পাকিস্তানে করোনা মহামারি নয়, লকডাউন তুলে নেওয়ার আদেশ সুপ্রিম কোর্টের

Looks like you've blocked notifications!

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউন তুলে নিতে সরকারকে আদেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গত সোমবার এক সুয়োমোটো আদেশে দেশটির সরকারকে ব্যবসা-বাণিজ্যে আরোপিত লকডাউনের কড়াকড়ি শিথিল করতে বলেন দেশটির সর্বোচ্চ আদালত।

করোনা মোকাবিলায় সরকার প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করছে অভিযোগ তুলে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়, করোনাভাইরাস ‘বস্তুত পাকিস্তানে মহামারি নয়’।

স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শপিংমলগুলোও খুলে দেওয়া দরকার বলে অভিমত দেন আদালত।

এদিকে, দেশটিতে বর্তমানে ৪২ হাজার ১২৫ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৯০৩ জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুসংখ্যা। এমন অবস্থায় সর্বোচ্চ আদালতের এমন আদেশে হতবাক হয়েছেন অনেকেই।

চলতি মাসে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, রোগী বাড়ছে, তবে যতটা মনে করা হয়েছিল এ সংখ্যা তার চেয়ে কম।