পাকিস্তানে খ্রিষ্টান ধর্মযাজককে হত্যা
পাকিস্তানের পেশোয়ারে গতকাল রোববার গির্জা থেকে বাড়ি ফিরছিলেন ধর্মযাজক উইলিয়াম সিরাজ (৭৫)। পথে হঠাৎ বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ধর্মযাজক উইলিয়াম সিরাজ এবং তাঁর দুই সঙ্গী গির্জা থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তখনই মোটরসাইকেলে এসে আক্রমণকারীরা গুলি চালায়। উইলিয়াম সিরাজ ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনের মধ্যে একজন সামান্য আহত। অন্যজনের কিছু হয়নি।
পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
তবে, কোনো ব্যক্তি বা সংগঠন এই হত্যার দায় স্বীকার করেনি।
চার্চ অব পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ধর্মযাজক আজাদ মার্শাল ঘটনার নিন্দা করে টুইট করে বলেছেন, ‘আমরা বিচার চাই। আমরা চাই, পাকিস্তানে খ্রিষ্টানদের সরকার সুরক্ষা দিক।’
২০১৩ সালে পেশোয়ারে অল সেন্টস চার্চের সামনে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়। তাতে প্রচুর মানুষ মারা যান। সে অল সেন্টস চার্চেই সোমবার সিরাজকে শ্রদ্ধা জানানো হবে। পাকিস্তানে খ্রিষ্টানদের সংখ্যা খুবই কম।