পাঞ্জশিরে সংঘর্ষে সাত তালেবান নিহত : আফগান মিলিশিয়া বাহিনী
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় বিরোধী মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে তালেবান বাহিনীর সংঘর্ষে সাত তালেবান নিহত হয়েছে। তালেবান-বিরোধী প্রধান মিলিশিয়া গ্রুপ ন্যাশনাল রেজিস্ট্যান্স গ্রুপের (এনআরএফ) প্রতিনিধি একথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
গত ১৫ আগস্ট কাবুলের পতনের পর থেকে পাঞ্জশির আফগানিস্তানের একমাত্র প্রদেশ যেটি তালেবান দখলে নিতে পারেনি। যদিও পার্শ্ববর্তী বাগলান প্রদেশে তালেবান ও স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই চলছে।
পাঞ্জশিরের স্থানীয় নেতা আহমেদ মাসুদের অনুগত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাস্তি জানান, উপত্যকার পশ্চিম প্রবেশপথে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সেখানে এনআরএফের অবস্থানগুলোতে হামলা চালিয়েছিল তালেবান।
ফাহিম বলেন, তালেবান হয়ত উপত্যকার প্রতিরক্ষার বিষয়টি পরীক্ষা করতে এই হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালানো হলে সাত তালেবান সদস্য নিহত হয় এবং একই পরিমাণ তালেবান সদস্য আহত হয়েছে। তা ছাড়া এনআরএফের দুই সদস্যও আহত হয় বলে জানান তিনি।
তবে এনআরএফের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি তালেবান।