পাঞ্জাবে ধর্মীয় শোভাযাত্রায় ‘আতশবাজি থেকে বিস্ফোরণ’, নিহত ১৫
ভারতের পাঞ্জাব রাজ্যের তারন তারান এলাকায় নগর কীর্তন নামের একটি ধর্মীয় শোভাযাত্রায় আতশবাজি থেকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অনেকে। গতকাল শনিবার পাঞ্জাবের তারন তারান এলাকার পাহু গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারন তারানের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ধ্রুব দাহিয়া বলেন, ‘বিস্ফোরণে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ১৯।’ এই বিস্ফোরণের ঘটনাটি একটি দুর্ঘটনা বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
ধ্রুব দাহিয়া আরো জানান, পাহু গ্রামে ধর্মীয় শোভাযাত্রার সময় একটি ট্রাক্টর বোঝাই করে আতশবাজি নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করেই আতশবাজিগুলোতে আগুন ধরে যায়। একপর্যায়ে ওই ট্রাক্টরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই স্থানের আশপাশে থাকা অনেকেই আহত হয়। তাদের মধ্যে ১৫ জনের প্রাণহানি ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।