পাতার মাস্ক পরেই কোয়ারেন্টিনে ছত্তিশগড়ের আদিবাসীরা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পৌঁছায়নি ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি আদিবাসী গ্রামে। প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রামে গিয়ে বলা হয়নি, বাড়ির বাইরে বেরোনো যাবে না কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু নিজে থেকেই সচেতন হয়েছেন ছত্তিশগড়ের বাস্তার জেলার আদিবাসীরা। তাঁরা বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছেন। এমনকি গাছের পাতা থেকে নিজেরাই তৈরি করেছেন মাস্ক। সে মাস্ক পরেই থাকছেন বাস্তারের আদিবাসীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য ওয়াল।
বাস্তারের কাঁকের এলাকার আদিবাসীরা নিজেরাই গাছের পাতা থেকে মাস্ক তৈরি করেছেন। সে মাস্কেই নাক-মুখ ঢেকে রাখছেন তাঁরা। করোনার সংক্রমণ ঠেকাতে বাড়ির বাইরেও বেরোচ্ছেন না কেউ। ভারতে এ মুহূর্তে চলছে ২১ দিনের লকডাউন।
কাঁকেরের আদিবাসী সমাজের প্রধান জানান, তাঁরা সরকারের দিকে তাকিয়ে থাকেননি। কবে সাহায্য আসবে সে অপেক্ষাও করেননি। তাঁরা নিজেরাই সবার জন্য মাস্ক বানিয়েছেন। সবাইকে ২১ দিন বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশও দেওয়া হয়েছে। কাঁকেরের আদিবাসীদের এসব উদ্যোগ দেখে হতবাক প্রশাসন থেকে শুরু করে নেটিজেনরাও। কাঁকেরের আদিবাসীদের সচেতনতার প্রশংসা করছেন সবাই।
ছত্তিশগড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন। রাজ্যের ২৮টি জেলায় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে করোনা মোকাবিলায় সারা দেশে লকডাউন ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।