পাল্টা আঘাত করলে মারা পড়ত ৫ হাজার মার্কিন সেনা : ইরানি কমান্ডার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/10/iran_photo.jpg)
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহ বলেছেন, ‘ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে আমরা যেভাবে আমাদের অভিযান পরিচালনা করেছিলাম, চাইলে প্রথম ধাপেই ৫০০ মার্কিন সেনাকে হত্যা করতে পারতাম।’
হাজিজাদেহ আরো বলেন, ‘আর যদি তারা (যুক্তরাষ্ট্র) পাল্টা আঘাত হানার চেষ্টা করত, তাহলে পরের ধাপে ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় চার থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রাণ হারাত।’ প্রথম ধাপের হামলাটি ব্যাপক সংখ্যায় মার্কিন সেনা হত্যার লক্ষ্য নিয়ে করা হয়নি বলে দাবি করেন ইরানি কমান্ডার। গতকাল বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাজিজাদেহ। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
এ সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান আরো বলেন, “আমরা ‘শহীদ সোলেইমানি’র নামে যে অভিযান শুরু করেছিলাম, তা ছিল একটি বড় ধরনের অভিযান। এ অভিযানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভিযান অব্যাহত রাখতে চাইতাম, তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ত।” পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সর্বত্রই এ অভিযান চলত বলেও দাবি করেন তিনি।
হাজিজাদেহ দাবি করেন, হামলায় হতাহতদের যুক্তরাষ্ট্র ৯টি বিমানে করে ইসরায়েল ও জর্দানে নিয়ে গেছে। হতাহতদের সরাতে সি-১৩০ বিমান ব্যবহার করা হয়েছেও বলে দাবি তাঁর।