পুতিন যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন : ট্রাম্প

Looks like you've blocked notifications!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখে ফেলেছেন বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাশিয়া হামলা করতে পারার পেছনে একে  একটা কারণ বলে মনে করেন তিনি। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন—আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ‘দুর্বলতা’ থেকে রাশিয়া ইউক্রেনে হামলা করতে আংশিকভাবে প্ররোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের টেলিভিশন ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন করে রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে নিজের মন্তব্য দেন। মার্কিন স্থানীয় সময় বুধবার রাতে রাশিয়ার হামলার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকাকালে কখনোই এমন রুশ আগ্রাসন হতো না।

ফক্স নিউজের ওই অনুষ্ঠানে ফোন করে ট্রাম্প বলেন, তাঁর মনে হয় না, পুতিন ‘প্রথম দিকে (হামলা চালানোর মতো) এমন কিছু করতে চেয়েছিলেন।’

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি (পুতিন) কিছু একটা করে দরকষাকষি করতে চেয়েছিলেন। এরপর ব্যাপারটি কেবল খারাপের দিকেই গেছে, এবং শেষপর্যন্ত তিনি দুর্বলতাটি দেখতে পেয়েছেন।’