পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ ফের শুরু

Looks like you've blocked notifications!
পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ অল্প সময় বন্ধ থাকার পর ফের চালু করা হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়ন গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের দেওয়া তথ্যে দেখা গেছে। ছবি : রয়টার্স

পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ অল্প সময় বন্ধ থাকার পর ফের চালু করা হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়ন গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের দেওয়া তথ্যে দেখা গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এর আগে পোল্যান্ড এবং বুলগেরিয়া উভয়ই জানিয়েছিল, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের গ্যাস ট্রান্সমিশন অপারেটরদের নেটওয়ার্ক জানিয়েছে, পোল্যান্ডে গ্যাস সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ রাখার পর ফের চালু করা হয়েছে, সরবরাহ শূন্যে নেমে যাওয়ার পর আবার বাড়তে শুরু করেছে। তবে বুলগেরিয়ার গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন ঘটেছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে পোল্যান্ডের বার্ষিক ১০ দশমিক ২ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম) গ্যাস সরবরাহের চুক্তি আছে। এই গ্যাস পোল্যান্ডের জাতীয় চাহিদার প্রায় ৫০ শতাংশ পূরণ করে।

এর আগে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানিয়েছিল, বুধবার ইউরোপের কেন্দ্রীয় সময় (সিইটি) সকাল ৮টা থেকে ইউক্রেন ও বেলারুশ হয়ে আসা গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু ওয়ারশ জানিয়েছিল, গ্যাস সংরক্ষণাগারগুলো ৭৬ শতাংশ পূর্ণ থাকায় রিজার্ভ থেকে তাদের গ্যাস তোলার দরকার হবে না।

রয়টার্স জানিয়েছে, ক্রেমলিনের কট্টর বিরোধী পোল্যান্ড ইউরোপের সেই দেশগুলোর একটি যারা ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে সচেষ্ট।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে আমদানি করা গ্যাসের দাম রুবলে পরিশোধ করার জন্য বলেছেন, অন্যথায় বিদ্যমান চুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছেন। এ পর্যন্ত রাশিয়ার গ্যাসের ইউরোপীয় ক্রেতাদের মধ্যে অল্প কয়েকটি দেশ তার প্রস্তাব অনুযায়ী প্রস্তুতি নিয়েছে।

ইউরোপের বার্ষিক জ্বালানির একতৃতীয়াংশ পূরণ করে রাশিয়ার গ্যাস। ইউক্রেনে গত মাসে শুরু হওয়া আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার জবাবে গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে বলেছে মস্কো।