পোল্যান্ড ও ফ্রান্সের কিছু অঞ্চলে ফের লকডাউন

Looks like you've blocked notifications!
করোনার সংক্রমণ বাড়তে থাকায় পোল্যান্ড ও ফ্রান্সের কিছু অঞ্চলে ফের লকডাউন জারি করা হয়েছে। ছবি : রয়টার্স

কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়তে থাকায় পোল্যান্ড ও ফ্রান্সের কিছু অঞ্চলে আবার লকডাউন জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্রান্স সরকার তৃতীয় ঢেউয়ের শঙ্কায় নতুন করে লকডাউন চালু করার কথা জানিয়েছে।

পোল্যান্ডে সাধারণ দোকান, হোটেল ও খেলার মাঠগুলো তিন সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে।

করোনা জার্মানিতেও বাড়ছে। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক পরিস্থিতিকে ‘তৃতীয় ঢেউ’ বলে ঘোষণা দিয়েছেন।

ফ্রান্সে শুক্রবার মধ্যরাত থেকে আংশিক লকডাউন দেওয়া হয়েছে। যেসব অঞ্চলে সংক্রমণ কম শুধু সেখানেই ট্রেন চলাচল করতে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন লকডাউনের কঠোরতা আগের মতো এতটা নয়। কম গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। তবে স্কুল খোলা থাকছে।

করোনা প্রাদুর্ভাবের পর ফ্রান্সে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ৯২ হাজার।

পোল্যান্ডে লকডাউন শুরু হচ্ছে শনিবার থেকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আরও বড় পরিসরে লকডাউন দরকার। এই ধরনটি ৬০ শতাংশ বেশি হারে মানুষকে সংক্রমিত করছে।

পোল্যান্ডে এখন পর্যন্ত দুই মিলিয়ন মানুষ কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় ৪৯ হাজার।