পোল্যান্ড সীমান্তে অগ্রাধিকার পাচ্ছেন ইউক্রেনীয়রা, বাংলাদেশিদের দীর্ঘ অপেক্ষা

Looks like you've blocked notifications!

যুদ্ধকবলিত ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে ঢুকতে চাওয়া বাংলাদেশিদের সীমান্ত এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে৷ কারণ সীমানা পাড়ি দিতে গিয়ে ইউক্রেনীয়রা অগ্রাধিকার পাচ্ছেন৷

জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে ফোনে এ তথ্য জানিয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, ‘অনেকে সীমান্ত এলাকায় আসছেন৷ রাতে আবার ফেরত যাচ্ছেন৷ আবার সকালে আসছেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা৷’

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, ‘আমরা ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি৷ সেখান থেকে একটি ফোনকলের অপেক্ষায় আছি এখন।’

আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৫টা) তিনি ডয়চে ভেলেকে এ তথ্য জানান৷

ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশি ছাত্র সুসময় সরকার বলেন, ‘সীমান্ত এলাকায় যাওয়ার জন্য ট্রেনে উঠেছি। শুনতে পাচ্ছি, সীমান্ত পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিদের সমস্যায় পড়তে হচ্ছে৷ আমি শুনতে পেয়েছি, সেখানে বাংলাদেশিদের লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে৷ আমি আশা করি সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’

রাষ্ট্রদূত সুলতানা বলেন, ‘পোলিশ সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে৷ স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত শতাধিক বাংলাদেশিকে ইউক্রেন সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আনা গেছে। মোট সাতটি সীমানা পয়েন্ট দিয়ে ইউক্রেন থেকে মানুষ পোল্যান্ডে আসছেন।’

তবে ইউক্রেন প্রবাসী অনেক বাংলাদেশি পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও, অনেকে করেননি বলে জানান তিনি৷ দূতাবাসের আনুমানিক হিসেবে, ইউক্রেনে বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় হাজার৷

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের একটি দল এরই মধ্যে সীমান্ত এলাকায় অপেক্ষা করছে৷ আমরা তাদের থাকা, পরিবহণসহ সব ব্যবস্থাই করছি৷ তবে অনেকে আত্মীয় বা পরিচিতদের সঙ্গে থাকার জন্য চলে যাচ্ছেন।’