প্রথমবারের মতো মার্কিন আর্মি রিজার্ভের নেতৃত্বে কোনো নারী
শত বছরের ইতিহাস ভেঙে প্রথমবারের মতো নারী হিসেবে মার্কিন আর্মি রিজার্ভের নেতৃত্ব দিচ্ছেন যডি জে. ড্যানিয়েলস। গত ২২ জুলাই ড্যানিয়েলসকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেয় মার্কিন সিনেট।
ছাড়াও তাঁকে মার্কিন আর্মি রিজার্ভের প্রধান ও মার্কিন আর্মি রিজার্ভ কমান্ডের কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ড্যানিয়েলস আর্মি রিজার্ভের ১১২ বছরের ইতিহাসে প্রথম নারী, যিনি কমিউনিটি ভিত্তিক বাহিনীর দুই লাখের বেশি সৈন্য ও বেসামরিক কর্মচারীদের নেতৃত্ব দিচ্ছেন।
ড্যানিয়েলস সম্প্রতি ৮৮তম রেডিনেস বিভাগের কমান্ডিং জেনারেল হিসেবে মিনেসোটার ফোর্ট স্নেলিংয়ে সদরদপ্তরে ও উইসকনসিনে ফোর্ট ম্যাককয়ে কর্মরত ছিলেন। এ ছাড়াও মার্কিন বাহিনীতে বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। মার্কিন বাহিনীতে ড্যানিয়েলসের ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।
ড্যানিয়েলস ১৯৮৩ সালে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। এ ছাড়া ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।