প্রায় ৩৮ কোটি রিয়াল আত্মসাতের অভিযোগে ২৯৮ সৌদি কর্মকর্তা আটক

Looks like you've blocked notifications!

সৌদি আরবের দুর্নীতি দমন কমিশন ৩৭ কোটি ৯০ লাখ (৩৭৯ মিলিয়ন) রিয়াল আত্মসাৎ করার অভিযোগে ২৯৮ সরকারি কর্মকর্তাকে আটক করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

সৌদি আরবের দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা অভিযোগের ভিত্তিতে মোট ৬৭৪ জনের একটি তালিকা থেকে ওই ২৯৮ জনকে আটক করেছে।

কমিশন আরো জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সম্পদ আত্মসাৎ, চাঁদাবাজি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং পদের অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের ১৬ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হয়। কর্মকর্তাদের একজন মেজর জেনারেল এবং কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এসব ব্যক্তি ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে এসব অপরাধ করেছেন বলে অভিযোগ।