প্রিন্স ফিলিপ হাসপাতালে
অসুস্থ বোধ করায় ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বয়স ৯৯ বছর। যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।
ফিলিপকে লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাড়িতে করেই হাসপাতালে গেছেন। ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ তাঁকে কয়েকদিন হাসপাতালে রাখা হবে বলে বিবিসিকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্যালেসের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা বলেন, ‘কয়েকদিন ধরে প্রিন্স ফিলিপ অসুস্থ বোধ করছিলেন। তবে তাঁর অসুস্থতার কারণ করোনাভাইরাস সম্পর্কিত নয়।’
প্যালেস কর্তৃপক্ষ গত মাসেই জানিয়েছিল, রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ কোভিড-১৯-এর টিকা নিয়েছেন।
করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাজ্যজুড়ে চলা লকডাউনের সময়ে এ দম্পতি উইন্ডসর ক্যাসেলে বসবাস করছেন। হাউজহোল্ড স্টাফদের ছোট একটি দল সেখানে দায়িত্ব পালন করছে।