প্রেমিককে বিয়ে করে প্রাসাদ ছাড়লেন জাপানি রাজকুমারী

Looks like you've blocked notifications!
জাপানি রাজকুমারী ম্যাকো তাঁর কলেজজীবনের প্রেমিক কিই কুমুরোকে বিয়ে করে রাজকীয় মর্যাদা হারিয়েছেন। ছবি : সংগৃহীত

জাপানি রাজকুমারী ম্যাকো তাঁর কলেজজীবনের প্রেমিক কিই কুমুরোকে বিয়ে করে রাজকীয় মর্যাদা হারালেন।

জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো মেয়ে যদি সাধারণ ঘরের কাউকে বিয়ে করেন, তাহলে তাঁকে রাজকীয় পদবি ছাড়তে হয়। তবে রাজপরিবারের পুরুষ সদস্যদের জন্য এ ধরনের কোনো বিধান নেই।

দীর্ঘদিনের প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে কেবল মর্যাদা বিসর্জন দেননি ম্যাকো, তিনি রাজপরিবারের বিয়েতে যে যে আচার-অনুষ্ঠান হয় সেগুলোও বাদ দিয়েছেন।

পরিবার ছাড়ার সময় রাজপরিবারের নারী সদস্যদের এককালীন অর্থ দেওয়ার রীতি আছে, ম্যাকো ওই অর্থও নেননি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এর মাধ্যমে ম্যাকো জাপানের রাজপরিবারের প্রথম নারী সদস্য যিনি অর্থ ও আচার-অনুষ্ঠান দুটোই পরিত্যাগ করলেন।

কুমুরো যুক্তরাষ্ট্রে আইন পেশায় কর্মরত থাকায় এ দুজন এখন থেকে যুক্তরাষ্ট্রেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের এ সিদ্ধান্তের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কলের যুক্তরাষ্ট্রে চলে আসার ‍তুলনা হচ্ছে। নবদম্পতি এরই মধ্যে একটি ডাকনামও পেয়ে গেছে, ‘জাপানের হ্যারি-মেগান’।

ম্যাকো যখন থেকে কুমুরোর সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করেন, তখন থেকেই কুমুরোকে মার্কলের মতোই গণমাধ্যমের ব্যাপক কাঁটাছেড়ার মধ্যে থাকতে হয়েছে।

মঙ্গলবার তাদের বিয়ের বিরুদ্ধে জাপানে বিক্ষোভও হয়েছে।