প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আবারও দলীয় মনোনয়ন পেলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় সোমবার শুরু হওয়া রিপাবলিকান দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাও শুরু করল দলটি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে ডেমোক্র্যাটরা জো বাইডেনকে দলের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করে।
এদিকে, সম্মেলনে যোগ দেওয়ার কথা না থাকলেও হুট করেই সেখানে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে যোগ দিয়েই বক্তৃতায় ডেমোক্র্যাটদের উদ্দেশে আক্রমণ করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প তাঁর দলের নেতাদের সতর্ক করে আশঙ্কা প্রকাশ করেন, বিরোধীদল নভেম্বরের নির্বাচন চুরি করতে পারে।
এ ছাড়া এ নির্বাচনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘শুধু একটি উপায়েই বিরোধীরা এ নির্বাচন জিততে পারবে, আর সেটা হলো কারচুপি। আমরাই জিততে চলেছি।’
বিরোধীদলের নেতারা নির্বাচনে জিততে কোভিড-১৯-কে ব্যবহার করছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্মেলনের শেষ দিন আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহণ করে হোয়াইট হাউস থেকে ভাষণ দেবেন ট্রাম্প। এর আগে ২০১৬ সালে ট্রাম্প প্রথমবারের মতো রিপাবলিকান দল থেকে মনোনয়ন পান।