প্লাস্টিকের বোতলে ভরে পাচার করা হচ্ছিল ৭৪টি টিয়া

Looks like you've blocked notifications!
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে একটি জাহাজে করে পাচার করার সময় প্লাস্টিকের বোতলে ভরা ৭৪টি টিয়া উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে একটি জাহাজে করে পাচার করার সময় প্লাস্টিকের বোতলে ভরা ৭৪টি টিয়া উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি বড় বাক্স থেকে পাখির আওয়াজ শুনে তল্লাশি চালিয়ে ৬৪টি জীবিত ও ১০টি মৃত টিয়া উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশের মুখপাত্র দোদিক জুনাইদি বলেন, ‘জাহাজের ক্রুরা আমাদের জানান যে একটি বড় বাক্সের ভেতরে প্রাণী রয়েছে। সেখান থেকে অদ্ভুত আওয়াজ আসছে।’

এরপর পাখিগুলোকে উদ্ধার করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া টিয়াগুলো ব্ল্যাক-ক্যাপড লরিস নামে পরিচিত। এগুলো নিউগিনিসহ দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী দ্বীপগুলোতে পাওয়া যায়।

এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়ায় হুমকির মুখে থাকা সবচেয়ে বেশি সংখ্যক পাখির প্রজাতি রয়েছে। এ ছাড়া দেশটিতে ব্যাপক আকারে পাখির অবৈধ বাণিজ্য রয়েছে।