ফক্স নিউজে চাকরি নিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

Looks like you've blocked notifications!
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের ‘কন্ট্রিবিউটর’ হিসেবে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চ্যানেলটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান্নি স্কট বলেন, ‘পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বীকৃত ও মর্যাদাবান মতামতদানকারীদের একজন মাইক পম্পেও। আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।’

এক বিবৃতিতে পম্পেও বলেন, ‘আমেরিকাই প্রথম’ নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি নিয়ে আমি দর্শকদের একটি অকপট সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গি দিতে চাই। এতে আমেরিকার নজিরবিহীন সমৃদ্ধি ও নিরাপত্তার গতিপথ নিয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।

২০১৮ সালের এপ্রিলে পূর্বসূরি রেক্স টিলারসনের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।