ফিলিপাইনের কাছে টাইফুন নোরু, উপকূল থেকে সরানো হচ্ছে মানুষ
ফিলিপাইনের খুব কাছাকাছি টাইফুন নোরু। এরইমধ্যে এটি নতুন করে শক্তি অর্জন করেছে। দেশটির উপকূলে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইছে। যেকোনো সময় আঘাত হানতে পারে এই ঝড়। ফলে, উপকূলীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ফিলিপাইনের কাছে আসার সঙ্গে সঙ্গে একটি টাইফুন নোরু শক্তি অর্জন করেছে। প্রধান দ্বীপ লুজনের উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একইসঙ্গে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, টাইফুন নোরুর কারণে ১৯৫ কিলোমিটার (ঘণ্টায় ১২১ মাইল) বেগে এবং ২৪০ কিলোমিটার (ঘণ্টায় ১৪৯ মাইল) বেগে দমকা হাওয়া বইছে।
পলিলো দ্বীপপুঞ্জের মেয়র অ্যাঞ্জেলিক বস্ক ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, ‘ঝড়ের তাণ্ডব বয়ে যাচ্ছে।’
ঝড়টি লুজোনের ঠিক পূর্বে ছোট দ্বীপগুলোতে সরাসরি আঘাত করার সম্ভাবনা ছিল। রোববার দেশটির রাজধানী ম্যানিলার অবস্থিত লুজোনের উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ।
ডিঙ্গালান শহরের মেয়র ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, কিছু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন আছেন অনেকে।
রাষ্ট্রপতির ভবন থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ঝড়ের প্রস্তুতি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন ও নির্দেশনা দিচ্ছেন।