ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ৬৭

Looks like you've blocked notifications!
ফিলিপাইনে টাইফুন ভ্যামকোর আঘাতে বিপর্যয় নেমে এসেছে। ছবি : সংগৃহীত

ফিলিপাইনে টাইফুন ভ্যামকোর আঘাতে বিপর্যয় নেমে এসেছে। টাইফুনটি দেশটির রাজধানী ম্যানিলার কাছাকাছি একটি উপকূলে আঘাত হানে। এতে এখন পর্যন্ত প্রায় ৬৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

সিএনএন জানায়, এ টাইফুন এখন পাশের দেশ ভিয়েতনামের দিকে এগোচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে টাইফুন কবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছে দেশটির সরকার। ওই এলাকার বিমানবন্দর, উপকূলীয় এলাকায় জন সমাগম ও অন্যান্য ব্যস্ততা পুরোপুরি বন্ধ রয়েছে।

টাইফুন ভ্যামকোর প্রভাবে কয়েক হাজার মানুষ তাদের বাড়ি-ঘর হারিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এনজুয়েন জুয়ান ফুক বলেন, এটি খুব শক্তিশালী একটি টাইফুন ছিল। 

টাইফুনের ফলে ওই এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি আক্রান্ত এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। ভিয়েতনাম ও এর আশপাশের উপকূলীয় এলাকায় গত ছয় সপ্তাহে ধারাবহিকভাবে ছোট-বড় মিলিয়ে অনেক টাইফুন আঘাত হেনেছে।