ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করে নিজেদের অক্ষমতা তুলে ধরছে ইসরায়েল : হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি তাদের ঘরবাড়ি ধ্বংস করে দখলদাররা প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করতে চায়, কিন্তু তারা ভুলের মধ্যে রয়েছে। এ ধরনের ধ্বংসযজ্ঞ তাদের অক্ষমতাই তুলে ধরছে।
মুখপাত্র বলেন, দুই ফিলিস্তিনি বন্দির বাড়ি ধ্বংসের ফলে এটা আবারও স্পষ্ট হয়েছে দখলদাররা ফিলিস্তিনিদের মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ ঘটছে ঘরবাড়ি ধ্বংসের মতো সন্ত্রাসী তৎপরতার মধ্যদিয়ে।
হামাস মুখপাত্র আরো বলেন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস ইসরায়েলের প্রকাশ্য সন্ত্রাসী তৎপরতা।
ফিলিস্তিনের রামাল্লায় দুই ফিলিস্তিনি বন্দির ঘরবাড়ি ধ্বংসের পর এ প্রতিক্রিয়া দেখাল হামাস।
আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনারা দুই ফিলিস্তিনি বন্দির ঘরবাড়ি ঘিরে ফেলে ও তা ধ্বংস করে। এ সময় সেখানে সমবেত প্রতিবাদী লোকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অনেকেই আহত হয়েছে।
ফিলিস্তিনিদের ভূখণ্ড ও ঘরবাড়ি দখল করেই পশ্চিম এশিয়ায় ইসরায়েল নামের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদীরা।