ফিলিস্তিন-ইসরায়েল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক রোববার

Looks like you've blocked notifications!
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয় নিয়ে আগামী রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের বিষয় নিয়ে আগামী রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে বলে কূটনীতিকরা জানিয়েছেন। খবর বাসসের।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে আজ শুক্রবার নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্র বৈঠকটি আয়োজনে সম্মতি জানিয়ে পরবর্তী সপ্তাহের শুরুতে করার প্রস্তাব দেয়। তিউনিসিয়া, নরওয়ে ও চীনের অনুরোধে আয়োজিত এই বৈঠকটি রোববার অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার কূটনৈতিক কার্যক্রমের জন্য আরও সময় চেয়েছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন শুক্রবারের অধিবেশন পিছিয়ে দেওয়ার ব্যাপারে বলেন, যুক্তরাষ্ট্র বৈঠকে বাধা দিচ্ছে না, তবে বৈঠকের জন্য সময় প্রয়োজন।

ব্লিনকেন ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘আমরা জাতিসংঘে উন্মুক্ত ও ফলপ্রসূ আলোচনায় সমর্থন করছি।’

রোববার বৈঠকের তারিখ নির্ধারিত হওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আগামী সপ্তাহের শুরুতে বৈঠকের অপেক্ষা করছি, এতে আমি আশা করছি কিছু কার্যকর পদক্ষেপ নিতে কূটনৈতিক প্রক্রিয়ার জন্য কিছু সময় পাব।’

ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ইসলামি আন্দোলন হামাসের রকেট হামলার জবাবে ইসরায়েলের আগ্রাসী হামলার পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে।