ফের ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করছে ইরান : আইএইএ

Looks like you've blocked notifications!

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান আবারও তাদের উচ্চসমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় প্রচেষ্টা শুরু করার নির্ধারিত আলোচনার মাত্র কয়েকদিন আগে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি গতকাল বুধবার এক প্রতিবেদনের বরাতে জানিয়েছে, আইএইএ ধারণা করছে—ইরানের অতিসমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ দুই হাজার ৪৮৯ দশমিক ৭ কিলোগ্রাম। ইউরোনিয়ামের এ পরিমাণ ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরোনিয়াম সীমিত রাখার সীমার চেয়ে অনেকগুণ বেশি।

আইএইএ’র পরিচালনা বোর্ডের বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করা হবে। আগামী সপ্তাহে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সম্পাদিত ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষায় আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় আলোচনা শুরু করতে কূটনীতিকদের প্রস্তুতির অংশ হিসেবে আইএইএ’র পরিচালনা বোর্ড বৈঠকে বসতে যাচ্ছে।

ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তির বর্তমান অংশীদার দেশ যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া ওই আলোচনায় অংশ নেবে। এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র পরোক্ষাভাবে এতে যোগ দেবে।