ফেসবুকে ব্লক করায় ছোট বোনকে গুলি করে হত্যা
অন্য সবার মতো ছোট বোন আমান্দা রোজ ওয়েনের (২৩) সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল বড় ভাই মোসেস টনি ক্রোর (২৭)। তাঁদের বন্ধুত্ব শুধু বাস্তবেই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ছিল দারুণ। কিন্তু সেই ভাইয়ের হাতেই খুন হলেন আমান্দা রোজ।
সংবাদমাধ্যম পিপলস ডট কম এক প্রতিবেদনে জানায়, কিছুদিন আগে বড় ভাই টনিকে ফেসবুকে আনফ্রেন্ড অথবা ব্লক করে দেন ছোট বোন আমান্দা। আর সেই কারণে অখুশি হয়ে বোনকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
বোনকে হত্যার দায়ে মোসেস টনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ‘থ্যাঙ্কস গিভিংস ডে’র দিন ওই ঘটনা ঘটেছে। সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন আমান্দা। এসেই দেখা হয়ে যায় ভাই টনির সঙ্গে। দুজনের দেখা হতেই শুরু হয়ে যায় ফেসবুকে আনফ্রেন্ড অথবা ব্লক করা নিয়ে বাক বিতণ্ডা।
তাঁদের ঝগড়া এক সময় চরম পর্যায়ে পৌঁছায়। সে সময় পকেট থেকে বন্দুক বের করে বোনকে গুলি করে দেন টনি। সে সময় আমান্দার কোলেই ছিল তাঁর সন্তান। আর সন্তান কোলে নিয়েই মাটিতে পড়ে যান আমান্দা।
পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মোসেসকে গ্রেপ্তার করেছে অ্যাঙ্করেজ পুলিশ ডিপার্টমেন্ট।