ফ্রান্সে প্রথম লাখ ছাড়াল এক দিনে করোনার সংক্রমণ
ফ্রান্সে কোভিড-১৯-এর সংক্রমণ স্থানীয় সময় গতকাল শনিবার এক লাখ ছাড়িয়েছে। টানা তিন দিন সংক্রমণ অব্যাহতভাবে বেড়ে গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা এক লাখ চার হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে এ কথা জানানো হয়। আগামীকাল সোমবার কোভিড-১৯ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং তাঁর সরকারের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স বৈঠকের কথা রয়েছে।
ফ্রান্সের সরকারি কর্মকর্তারা ওমিক্রনের দ্রুত বিস্তার নিয়ে উদ্বিগ্ন। এরই মধ্যে শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা প্রাপ্তবয়স্কদের প্রাথমিক টিকাদান কার্যক্রম সম্পন্ন করার তিন মাস পর তাদের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছেন।
চলতি মাসের শুরুতে ৪ ডিসেম্বর থেকে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। এ পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে এক লাখ ২২ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে, দেশটিতে ৭৬ দশমিক ৫ শতাংশ জনসংখ্যার টিকাদান সম্পন্ন হয়েছে।