ফ্রান্সে বেড়েছে করোনার সংক্রমণ, স্কুল বন্ধ ঘোষণা
ফ্রান্সে আগামী অন্তত তিন সপ্তাহ সব স্কুল বন্ধ থাকবে। নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি মোকাবিলায় নতুন করে দেওয়া বিধিনিষেধের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গতকাল বুধবার টেলিভিশনে এ ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আগামী সপ্তাহ থেকে দূরশিক্ষণের মাধ্যমে দেশটির বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।
এর আগে চলতি মাসে ফ্রান্সের বিভিন্ন স্থানে লকডাউনের বিধিনিষেধ দেওয়া হয়েছিল। নতুন করে আরও বেশ কয়েকটি এলাকা লকডাউনের আওতায় নেওয়া হচ্ছে।
এ ছাড়া আগামী শনিবার থেকে ফ্রান্সে জরুরি প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যান্য দোকান বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের নিজ নিজ বসতবাড়ি থেকে ১০ কিলোমিটারের চেয়ে দূরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এমানুয়েল ম্যাক্রোঁ তাঁর ভাষণে ফ্রান্সের বর্তমান পরিস্থিতিকে ‘নাজুক’ বলে উল্লেখ করেন। দেশর জন্য আগামী মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা যদি এই মুহূর্তে পদক্ষেপ না নিই, তাহলে (পরিস্থিতির ওপর) নিয়ন্ত্রণ হারাব।’
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, একদিকে দেশবাসীকে করোনার টিকার আওতায় আনা, অন্যদিকে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা—এই দুইয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে।
ফ্রান্সে বর্তমানে পাঁচ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সেখানে নতুন করে ৫৯ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত মোট ৪০ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৯৫ হাজার ৪৯৫ জন।