ফ্রান্সে মন্ত্রিসভার পদত্যাগ
ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপসহ তাঁর পুরো মন্ত্রিসভা সরকার থেকে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার তাঁরা পদত্যাগপত্র দিলে তা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তা গ্রহণ করেছে বলে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস সূত্রে জানা গেছে।
করোনাভাইরাস মহামারির মধ্যে মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা। এলিসি প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে মহামারির সময়ে ক্রমেই জনপ্রিয় হতে থাকা প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে প্রেসিডেন্ট নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ফিলিপই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন জানানো হয়, প্রথা অনুযায়ী ফ্রান্সে মন্ত্রিসভা রদবদলের আগে প্রধানমন্ত্রী সবার পদত্যাগপত্র জমা দেন। তবে পুনরায় আবার তাদের ওই পদে নিয়োগ দেওয়ারও নজির রয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সরকারে তিন বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ফিলিপ।
এলিসি প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ আজ সরকার প্রধান হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন আর প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। নতুন সরকার নিয়োগের আগ পর্যন্ত তিনি সরকারের অন্য সদস্যদের নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা অব্যাহত রাখবেন।