ফ্রান্সে সিলেটের যুবক খুন
ফ্রান্সের সারজি এলাকায় সিলেট জেলার বিশ্বনাথের এক যুবক খুন হয়েছেন। নিহত জালাল (৩০) বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামের আম্তর আলীর ছেলে।
স্থানীয় সময় গত শনিবার মধ্যরাতে রুমমেটরা তাকে হত্যা করেছে বলে জানা গেছে।
নিহত যুবকের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আহাজ মিয়া জানান, জালাল সারজিতে সরকারি একটি আবাসনে এক বাংলাদেশি ও দুই আফ্রিকান নাগরিকের সঙ্গে বসবাস করতেন। শনিবার রাতে দুই আফ্রিকান তাকে হত্যা করে।
জালালের এক বন্ধুর কাছ থেকে জানা গেছে, তিনি কিছু দিন আগে ৭০০ ইউরো দিয়ে একটি মোবাইল ফোন কেনেন এবং তার কাছে নগদ কিছু ইউরোও ছিল। ধারণা করা হচ্ছে এ মোবাইলের কারণে হত্যাকাণ্ড হতে পারে।
লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং রুমের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।