ফ্রান্সে ২১৭২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/02/maangkipks.jpg)
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে মাঙ্কিপক্সের টিকা দেওয়ার জন্য প্রস্তুত করছেন এক নারী স্বাস্থ্যকর্মী। ছবি : সংগৃহীত
ফ্রান্সে এ পর্যন্ত দুই হাজার ১৭২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্কো ব্রন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
আজ মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্কো ব্রন পার্লামেন্টে বলেন, মাঙ্কিপক্সের টিকা দেওয়া প্রথম কয়েকটি দেশের মধ্যে অন্যতম ফ্রান্স। এরই মধ্যে ৪২ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/08/02/maangkipks-insaartt.jpg)
আড়াই লাখ মানুষকে দেওয়ার মতো টিকা ফ্রান্সের হাতে রয়েছে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী।