বন্দরে রুশ অবরোধ, লাখ লাখ মানুষ অনাহারে পড়তে পারে : জেলেনস্কি
ইউক্রেনের বন্দরগুলো অবরোধ করে এবং গম, ভুট্টা, উদ্ভিজ্জ তেল ও অন্যান্য খাদ্যপণ্য রপ্তানিতে বাধা দিয়ে, রাশিয়া ‘বিশ্বকে দুর্ভিক্ষের হুমকি দিয়ে ভয় দেখানো’ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর ভয়েস অব আমেরিকার।
টাইম ম্যাগাজিনে গত বৃহস্পতিবারে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার কর্মকাণ্ড বিশ্বকে ‘এক ভয়াবহ খাদ্য সংকটের দ্বারপ্রান্তে’ এনে দাঁড় করিয়েছে।
জেলেনস্কি আরও বলেন, ‘কৃষ্ণ সাগরের বন্দরগুলোতে রাশিয়ার অবরোধ অব্যাহত থাকলে লাখো মানুষ অনাহারে পড়তে পারে।’
রাশিয়া বলছে—রপ্তানি হ্রাসের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কৃষ্ণ সাগরে ইউক্রেনের মাইন পেতে রাখাই দায়ী।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের সিভিরোদনেৎস্ক শহরে বৃহস্পতিবার তুমুল লড়াই হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, তাঁদের দূরপাল্লার কামান প্রয়োজন, যাতে করে তাঁরা বিপুল এলাকা দখল করে রাখা রুশ বাহিনীকে পরাস্ত করতে পারেন।
এর আগে এক পৃথক বক্তব্যে গত বুধবার জেলেনস্কি বলেছেন, সিভিরোদনেৎস্ক এর লড়াই এ যুদ্ধের ‘সবচেয়ে কঠিনগুলোর মধ্যে একটি।’ গুরুত্বপূর্ণ দনবাস অঞ্চলে সেটির গুরুত্বও তুলে ধরেন তিনি।
রাশিয়ার তুমুল আক্রমণের মুখে গত বুধবার ইউক্রেনের বাহিনী পিছু হটে সিভিরোদনেৎস্কের উপকণ্ঠে অবস্থান নিতে বাধ্য হয়।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেনের বাহিনী হয়তো লিসিশ্যাংক্সের মতো আরও রক্ষণশীল অবস্থানে পিছিয়ে আসবে। সিভেরস্কি দনেৎস নদের অপরদিকে উঁচু ভূমিতে লিসিশ্যাংক্স শহরটি অবস্থিত। হাইদাই এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউক্রেনের বাহিনীকে চতুর্দিক থেকে রুশ বাহিনী পরিবেষ্টিত হওয়া এড়াতে আরও পিছিয়ে আসতে হবে।