বন্ধু এখন সময় আপনার, বাইডেনকে ওবামা

Looks like you've blocked notifications!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউস ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আজ যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। শপথ নেওয়ার আগে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক টুইট বার্তায় ওবামা লেখেন, ‘অভিনন্দন আমার বন্ধু প্রেসিডেন্ট জো বাইডেনকে। এখন সময় আপনার।’

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া আগের একটি টুইট করেছেন জো বাইডেনও। টুইটে আজকের দিনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন দিন বলে অভিহিত করেছেন।

এদিকে, বিদায়ী বক্তব্যে বাইডেন প্রশাসনের সফলতা কামনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প বাইডেনকে লেখা একটি চিঠি রেখে গেছেন।