‘বরফে পিছলে’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ভারতীয় সেনা

Looks like you've blocked notifications!

জম্মু-কাশ্মীর সীমান্তে টহলরত অবস্থায় হঠাৎ করেই ‘বরফে পা পিছলে’ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন এক ভারতীয় সেনা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল সোমবার এ খবর জানিয়েছে।

ভারতীয় ওই সেনা সদস্যের নাম রাজেন্দ্র সিং নেগি। এ ঘটনায় চরম আতঙ্কে দিন পার করছেন নেগির পরিবার।

এর আগে গত ৮ জানুয়ারি নেগির ইউনিট থেকে পরিবারের কাছে জানানো হয়, নেগিকে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায়, জম্মু-কাশ্মীরের গুলমার্গে ভারত-পাকিস্তান সীমান্তে টহলরত অবস্থায় পা পিছলে পাকিস্তানে গিয়ে পড়েছেন তিনি।

এদিকে নেগির নিরাপত্তা ও তাঁকে পাকিস্তান থেকে দ্রুত ফেরানোর দাবি জানিয়েছে পরিবার।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাবিলদার নেগিকে উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাঁকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

নেগি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনের বাসিন্দা। ২০০২ সালে তিনি ১১ গড়ওয়াল রাইফেলস রেজিমেন্টে যোগ দেন। অক্টোবরে এক মাসের ছুটিতে দেরাদুনে গিয়েছিলেন নেগি। ফেরার পর নভেম্বরেই তাঁকে কাশ্মীরের গুলমার্গে পাঠানো হয়।