বরিসকে ট্রাম্পের অভিনন্দন, ইইউর চেয়ে বহুগুণ বড় ও আকর্ষণীয় চুক্তির আশা

Looks like you've blocked notifications!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ নেতা বরিস জনসন। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির আশা প্রকাশ করে নির্বাচনে বড় বিজয়ের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার এক টুইটবার্তায় জনসনকে অভিনন্দন জানান ট্রাম্প। তিনি বলেন, ব্রেক্সিটের পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র মুক্তভাবে নতুন ও ব্যাপকভিত্তিক বাণিজ্য চুক্তি করতে পারে।

ট্রাম্প আরো বলেন, এই চুক্তি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির চেয়ে বহুগুণ বড় ও আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছাড়া বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল। একইসঙ্গে ব্রিটিশ পার্লামেন্ট দ্রুতই ব্রেক্সিট প্রশ্নে ভোটাভুটিতে যাবে, এমন আশা ব্যক্ত করেছেন তিনি।

কনজারভেটিভ পার্টির জয়ে বরিস জনসনকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজু বলেছেন, জনসনের নির্বাচনে বিজয় ইহুদিবাদবিরোধীদের ওপর একটি মূল্যবোধের বিজয় বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি