বর্ষীয়ান রিপাবলিকান নেতার মৃত্যু, বাইডেনের শ্রদ্ধা

Looks like you've blocked notifications!
১৯৯৬ সালের একটি রাজনৈতিক অনুষ্ঠানে বব ডোল। ফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান রিপাবলিকান নেতা বব ডোল ৯৮ বছর বয়সে মারা গেছেন। দলীয় বিভাজনের বাইরে গিয়ে বব ডোলের মৃত্যুতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বব ডোল। মৃত্যু সংবাদ জানিয়ে তাঁর স্ত্রীর ফাউন্ডেশনের দেওয়া বিবৃতিতে বলা হয়, টানা ৭৯ বছর যুক্তরাষ্ট্রের সেবায় নিয়োজিত ছিলেন বব ডোল।

জো বাইডেন বলেছেন, ‘ডোল আমার পরম বন্ধু এবং আমাদের ইতিহাসের অল্প কয়েকজন আমেরিকার মুখপাত্রের অন্যতম ছিলেন।’

১৯৬৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কানসাস অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন বব ডোল।

১৯৯৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন বব ডোল। ডেমোক্র্যাট দলীয় বিল ক্লিনটনের কাছে হেরেছিলেন তিনি। এ ছাড়া ১৯৭৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জেরাল্ড ফোর্ডের সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন বব। সেবার ডেমোক্র্যাট দলীয় জিমি কার্টার এবং ওয়াল্টার মোন্ডেলের কাছে পরাজিত হন তিনি।

ববের মৃত্যুতে বিল ক্লিনটন বলেছেন, বর্তমান ও আগামীর প্রজন্মের মার্কনিদের উৎসাহ জোগাবে বব ডোলের জীবন।

রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও বব ডোলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ববের প্রতি শ্রদ্ধা জানাতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার ন্যান্সি পেলোসি।