বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৭০ হাজার টিকা দেবে বুলগেরিয়া
বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা দেবে ইউরোপের দেশ বুলগেরিয়া। আগামী সপ্তাহে এই টিকা দেশে এসে পৌঁছাতে পারে। বুলগেরিয়ার সরকারি তথ্য সংক্রান্ত ওয়েবসাইট সোফিয়া গ্লোবে এসব তথ্য জানানো হয়েছে।
সোফিয়া গ্লোব জানায়, এই টিকা আনতে যে খরচ, তা বহন করতে হবে বাংলাদেশকে।
এর আগে ভুটানকে এক লাখ ৭২ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দেয় বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক সরকার।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে টিকাদানে সবচেয়ে পিছিয়ে রয়েছে বুলগেরিয়া।
৭০ লাখ জনসংখ্যার বলকান দেশ বুলগেরিয়ার হাতে এ পর্যন্ত অনুমোদিত চারটি টিকার প্রায় ৫৪ লাখ ডোজ হস্তান্তর করেছে ইউরোপীয় ইউনিয়ন। গত ১ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র প্রায় ২৩ লাখ ডোজ টিকা দেশটির মানুষজনকে দেওয়া হয়েছে।
এ পর্যন্ত দেশটির ২০ শতাংশ মানুষ কোভিড-১৯ টিকার দুই ডোজ নিয়েছে বলেও জানায় সোফিয়া গ্লোব।