বাংলাদেশ-ভারতের ৭ সাহিত্যিক ও লিটলম্যাগ পেল ‘ঐহিক’ সম্মাননা

Looks like you've blocked notifications!
কবি কালীকৃষ্ণ গুহর হাত থেকে সম্মাননা নিচ্ছেন বাংলাদেশের কবি জুয়েল মাজহার। পাশে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রধান শেখ জামাল ও প্রেস সচিব মোফাকখারুল ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সাতজন সাহিত্যিক এবং এক লিটলম্যাগকে সম্মাননা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শিল্পসাহিত্য বিষয়ক পত্রিকা ‘ঐহিক’। গতকাল বৃহস্পতিবার কলকাতায় সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলমান কলকাতা আন্তর্জাতিক বইমেলার মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন—কবি জুয়েল মাজহার ও কবি আশরাফ আহমদ। পশ্চিমবঙ্গের সম্মাননাপ্রাপ্তরা হলেন—কথাসাহিত্যিক অভিজিৎ সেন, সৈয়দ কওসর জামাল, কবি গৌতম চৌধুরী, অমর্ত্য মুখোপাধ্যায় ও  রাহুল পুরকায়স্থ। ছোটকাগজ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে কুবোপাখি পত্রিকাকে। কুবোপাখির সম্পাদক অতনু ভট্টাচার্য এ সম্মাননা গ্রহণ করেন। সম্মাননাপ্রাপ্তরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রধান শেখ জামাল ও প্রথম সচিব (গণমাধ্যম) ড. মো. মোফাকখারুল ইকবাল।

ঐহিকের সম্পাদকমণ্ডলীর সদস্য চিত্রালী ভট্টাচার্য বলেন, ‘নানা ঘাত-প্রতিঘাতে থেমে না থেকে একের পর এক কাজ করে চলছে ঐহিক। যা খুশি লিখতে পারার নাম ঐহিক। ভারত ও বাংলাদেশকে নিয়ে একসঙ্গে পথ চলছে এ পত্রিকা।’

৩০ বছর ধরে পথ চলছে ঐহিক। বাংলাদেশেও ঐহিকের কার্যক্রম রয়েছে। বাংলাদেশ অংশের সম্পাদক মেঘ অদিতি বলেন, ‘ঐহিকের ত্রিশ বছর, ঐহিক বাংলাদেশের তিন বছর, এ ছাড়া অনলাইনেও সক্রিয় ঐহিক। এ পত্রিকায় প্রতি পাঠকের জন্যই ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সঞ্চালক ও ঐহিক সম্পাদক তমাল রায় বলেন, ‘১৯৯০ সালে ঐহিকের যাত্রা শুরু। এবারে ত্রিশ বছরে পড়ল। এই ত্রিশ বছরে আমরা অনেক অপ্রচলিত বিষয় নিয়ে সংখ্যা প্রকাশ করেছি। সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।’