বাইডেনকে অভিনন্দন জানালেন বুশ
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। স্থানীয় সময় রোববার ফোন করে বাইডেনকে অভিনন্দন জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচন সুষ্ঠু এবং এর ফলাফল স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন বুশ। তবে তিনি এও জানান, আইনি পদক্ষেপ নেওয়াসহ ভোট পুনর্গণনা চাওয়ার অধিকার রয়েছে ট্রাম্পের।
এক বিবৃতিতে জো বাইডেনকে অভিনন্দন জানানোর কথা উল্লেখ করে বুশ বলেছেন, ‘যদিও আমাদের রাজনৈতিক পার্থক্য বিদ্যমান। তবুও আমি জানি, বাইডেন ভালো মানুষই হবেন। তিনি আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগটি জয় করে নিয়েছেন। আমি তাঁর সাফল্য প্রার্থনা করি এবং যেভাবে পারি, তাঁকে সহায়তার অঙ্গীকার করছি।’
অন্যদিকে, হোয়াইট হাউস দখলের জন্য দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় ট্রাম্পকেও অভিনন্দন জানিয়েছেন বুশ। বাইডেনের পরই যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সিএনএনের তথ্য অনুযায়ী, এবারের মার্কিন নির্বাচনে এখন পর্যন্ত ডেমোক্রেটিক দলের প্রার্থী বাইডেন পেয়েছেন সাত কোটি ৫৫ লাখের বেশি ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন সাত কোটি ১১ লাখের বেশি ভোট।