বাইডেনের জন্য চিঠি রেখে গেলেন ট্রাম্প

Looks like you've blocked notifications!
স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউজ ছেড়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর উত্তরসূরি জো বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। খবর সিএনএনের।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জো বাইডেনকে লেখা এ চিঠির বিষয়ে নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পদ ছাড়ার দিনের অন্যতম ঐতিহ্য হলো বিদায়ী প্রেসিডেন্ট তাঁর উত্তরসূরিকে শুভেচ্ছা ও পরামর্শ প্রদান করে একটি চিঠি লিখে যান। নতুন প্রেসিডেন্টের পড়ার জন্য চিঠিটি সাধারণত রেজোলিউট ডেস্কে রেখে যান বিদায়ী প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট যখন প্রথম ওভাল অফিসে প্রবেশ করেন, তখন তিনি রেজোলিউট ডেস্ক থেকে এ চিঠি পড়েন।

এদিকে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউজ ছেড়েছেন। বুধবার ভোরে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ ছাড়েন তিনি। নিজের বিদায় অনুষ্ঠানও ওয়াশিংটন ডিসিতে নয় বরং মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে আয়োজন করেন।