বাগদাদে শিয়া মিলিশিয়াদের লক্ষ্য করে ফের বিমান হামলা, নিহত ৬
ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার একদিনের মাথায় ইরাকে ইরান-সমর্থিত যোদ্ধাদের ওপর আকস্মিক হামলা করা হয়েছে।
স্থানীয় সময় আজ শনিবার সকালে বাগদাদের উত্তরাঞ্চলে একটি ইরাকি মিলিশিয়া বাহিনীর স্থাপনাকে লক্ষ্য করে চালানো এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। ইরাকি সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর বাগদাদে হাসেদ আল-সাবি মিলিশিয়া বাহিনীর একটি অংশের স্থাপনায় হামলা চালানো হয়। এদের সঙ্গে ইরান সরকারের সুসম্পর্ক রয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলায় হয়, জেনারেল সোলেইমানিকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই বিমান হামলা চালানো হয়েছে।
তবে এ হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো হয়েছে কি না তা নিশ্চিত নয়। ওয়াশিংটনও এ নিয়ে কিছু বলেনি।
অন্যদিকে এ হত্যাকাণ্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রায় গিয়ে ঠেকেছে। যুক্তরাষ্ট্র বাড়তি সতর্কতা হিসেবে নতুন করে এ অঞ্চলে তিন হাজার সেনা মোতায়েনের কথা জানিয়েছে।
পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা হলো, জেনারেল কাসেম সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং সৈন্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল, সুতরাং আগে থেকেই তাকে হত্যা করে সেসব পরিকল্পনা নস্যাৎ করা হলো।