বালেশ্বরে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত
সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িশার বালেশ্বর উপকূলে আজ রোববার মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে ডিআরডিও টুইটারে জানায়, এমআরএসএএম-আর্মি মিসাইল সিস্টেমের ফ্লাইটটি ওড়িশার আইটিআর বালেশ্বরে পরীক্ষা করা হয়েছে।
প্রায় সাড়ে দশ ঘণ্টার পরীক্ষায় আকাশসীমায় থাকা উচ্চগতির লক্ষ্যকে বাধা দিতে সক্ষম। এ দিনের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সরাসরি আঘাতে লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি বহু দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত করেছে বলেও জানিয়েছে ডিআরডিও।