‘বাহুবলী’ রূপে আবির্ভূত হলেন ট্রাম্প (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই ভারতের মাটিতে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তিনি যে ভারতীয় শিল্প-সংস্কৃতির সঙ্গেও পরিচিত সেটা বোঝাতে এডিট করা ভিডিওতে ‘বাহুবলী’ রূপে আবির্ভূত হলেন এই মার্কিন প্রেসিডেন্ট।

মাত্র দুই ঘণ্টায় সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হওয়া এই ভিডিও ১৭ হাজারেরও বেশিবার দেখেছেন নেটিজেনরা, খবর এনডিটিভির।

ভারতের উদ্দেশে রওনার কয়েক ঘণ্টা আগে তিনি দক্ষিণের জনপ্রিয় ‘বাহুবলী ২’ সিনেমার একটি সম্পাদিত (এডিটেড) ভিডিও টুইটারে শেয়ার করেছেন। সম্পাদিত ভিডিওতে সিনেমাটির নায়ক বাহুবলীর ভূমিকায় আছেন ট্রাম্প।

‘সল’ নামের একটি আনভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট দেওয়া হয়। ভিডিওটি রি-টুইট করেন ট্রাম্প। ভিডিওর ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘ভারতে আমার অসাধারণ বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব।’

টুইটারে পোস্ট করা সম্পাদিত ভিডিওতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আছেন। আছেন ইভাঙ্কা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

এ ছাড়া ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা গেছে। তাঁর উপস্থিতি কয়েক সেকেন্ডের জন্য।

ভিডিওতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘বাহুবলী ২’ সিনেমার অভিনেত্রী রামাইয়া কৃষ্ণনের ভূমিকায়। ‘বাহুবলী’ সিনেমায় তিনি নায়ক প্রভাসের মা শিবাঙ্গীর চরিত্রে অভিনয় করেন।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজে ‘জিও রে বাহুবলী’ গানটি।

ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তলোয়ার হাতে বাহুবলীর মতো যুদ্ধ করতে দেখা যায়। তাঁকে ঘোড়ার পিঠে চড়ে দাপিয়ে বেড়াতেও দেখা যায়।