বাড়ির ক্রিসমাস ট্রিতে ১০ ফুটের অজগর, খুশিতে ডগমগ নারী
বড়দিনের উৎসবমুখর মৌসুমে অনাহূত এক দর্শনার্থীর দেখা পেয়ে পিলে চমকে গেছে এক অস্ট্রেলিয়াবাসী নারীর। লিয়ানি চ্যাপম্যান নামের ওই নারীর নিজ বাসস্থানের ব্যালকনিতে রাখা ক্রিসমাস ট্রি পেঁচিয়ে বসে ছিল যেনতেন কেউ নয়, ১০ ফুট লম্বা এক অজগর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
ব্রিসবেনের বাসিন্দা চ্যাপম্যান জানান, বারান্দা থেকে বুচার পাখি তাড়াতে গিয়েছিলেন তাঁর সঙ্গী। সে সময় একপর্যায়ে পাখিদের ভিডিও করা শুরু করেন চ্যাপম্যানের সঙ্গী। ঠিক তখনই ক্রিসমাস ট্রিতে থাকা অজগরটি তাঁর চোখে পড়ে।
শুরুতে অজগর দেখে আঁতকে ওঠেন চ্যাপম্যান ও তাঁর সঙ্গী। কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তাঁরা খেয়াল করেন, তাঁদের উপস্থিতি ওই সরীসৃপের ওপর কোনো প্রভাব ফেলছে না।
চ্যাপম্যান বলেন, ‘সুন্দর একটা সাপ। আমরা গাছে থাকা অবস্থায় ওকে দেখছিলাম। বেশ কয়েক ঘণ্টা এটা ওখানেই ছিল। এর পর গাছ বেয়ে নেমে চলে যায়।’
গাছ থেকে না নামলে অজগরটি কত বড়, তা বুঝতে পারতেন না জানিয়ে চ্যাপম্যান বলেন, ‘বড়, আসলেই বিশালকায় ছিল সে।’
এদিকে অজগর দর্শনে বেজায় উচ্ছ্বসিত যুক্তরাজ্য বংশোদ্ভূত চ্যাপম্যান। এর আগে কখনো এত বড় কোনো সাপ এতটা কাছ দেখেননি জানান তিনি। সাপটিকে সুন্দর একটি প্রাণী বলেও মন্তব্য করেন চ্যাপম্যান।
চ্যাপম্যানের সঙ্গী জন ব্রুকস অজগরটির কয়েকটি ছবি নিজের টুইটারে পোস্ট করে লেখেন, ‘আমাদের ক্রিসমাস ট্রিতে সুদৃশ্য অজগর। সে এখন খবর, জেনে ভালো লাগছে।’
জন ব্রুকসের টুইটটি রিটুইট করে চ্যাপম্যান লেখেন, ‘আমাদের ব্যতিক্রমী ক্রিসমাস ট্রির সাজসজ্জার খবর গণমাধ্যমে পৌঁছে গেছে! কী চমৎকার একটি প্রাণী, ওর ছবিগুলো এতজন দেখেছে, কী যে ভালো লাগছে!’