বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর ‘দুঃখ’ প্রকাশ
মিয়ানমারে বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন টুন। খবর ব্যাংকক পোস্টের।
সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ‘আমি দুঃখিত, কারণ এসব নিহত হিংস্র সন্ত্রাসী লোকগুলোও আমাদের দেশের নাগরিক।’
ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর জান্তাবিরোধী বিক্ষোভে দমন পীড়নের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
স্থানীয় একটি পর্যবেক্ষণ গ্রুপের হিসাবে, বিক্ষোভকেন্দ্রিক সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছে।
তবে সেনাবাহিনীর মুখপাত্র জ মিন টুন বলেন, অভ্যুত্থানের পর উদ্ভূত সহিংসতায় সারা দেশে ১৬৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ সময় তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘সহিংসতা’ ছড়িয়ে দেওয়া এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ করেন।
গত ১ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে জান্তাবিরোধী তুমুল বিক্ষোভ চলছে। সেনা অভ্যুত্থানের অবসান ও দেশটির নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে রাজপথে রয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি সাধারণ জনগণ।
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যে চাপ দেওয়া হচ্ছে, তার তোয়াক্কা করছে না জান্তা সরকার। উল্টো সেনাসদস্যদের বিদেশি হুমকি মোকাবিলার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছে তারা।